ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রূপগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকির হোসেন নামে এক মাদকসেবীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ড দেন। দণ্ডাদেশপ্রাপ্ত জাকির উপজেলার টেকনোয়াদ্দা এলাকার মৃত আসাদুল্লাহ’র ছেলে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন জাকির। সকালে টেকনোয়াদ্দা এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।