ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ৮ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বরিশালে ৮ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন বরিশালে ৮ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধ, ছবি: বাংলানিউজ

বরিশাল: ২০০৬ ও ২০১৩ সালের শ্রম আইনের সংশোধন, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এককালিন ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ আটটি দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বরিশাল জেলা কমিটির উদ্যোগে বুধবার(১৫ নভেম্বর)সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোছলেম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর কমিউনিস্টপার্টির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের হাবিবুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট একে আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন,  ‘শ্রম আইন শ্রমিকবান্ধব করতে হবে। মজুরি বৈষম্য দূর করে শ্রমিকদের টিকে থাকার ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও পেনশন স্কিম চালু করতে হবে। ’ এজন্য শ্রমিকবান্ধব শ্রমনীতি বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা মালিকদের নির্যাতন ও কর্মক্ষেত্রে আহতের চিকিৎসাসহ পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের ২০ লাখ টাকার ক্ষতিপূরণ, নিরপদ কর্মস্থল, কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালুসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

বাংলা‌দেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।