ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
টাঙ্গাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুই হাজার ৪শ’ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালী এলাকার সখীপুর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার সখীপুর দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫) ও বাসাইল উপজেলার নাইকানবাড়ি গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. নজরুল ইসলাম (৪৭)।

ডিবি পুলিশের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সখীপুর ফিলিং স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে ফারুক ও নজরুলকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ফারুকের কাছ থেকে দুই হাজার পিস ও নজরুলের কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।