ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে মদ ও কয়লা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সুনামগঞ্জে মদ ও কয়লা জব্দ সুনামগঞ্জে মদ ও কয়লা জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে মদ ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুনামগঞ্জ ২৮ বিজিবি। এর আগে সোমবার (১৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ ও কয়লা জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী বনগাঁওয়ের সীমান্ত পিলার ১২১৬/১০-এস এর কাছে কান্দিরগাঁও থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বর্তমান মূল্য ৩৩ হাজার টাকা হবে।

এদিকে বিশ্বম্ভরপুর উপজলার চিনাকান্দি গ্রামের সীমান্ত পিলার ১২১০/৯-এস এর কাছে রাজাপাড়া থেকে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বর্তমান মূল্য ২৮ হাজার ৫০০ টাকা হবে।

এছাড়া তাহিরপুর উপজেলার বালিয়াঘাটার সীমান্ত পিলার ১১৯৬/৮-এস এর কাছে লালঘাট থেকে এক হাজার ৭২০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার মূল্য ২২ হাজার ৩৬০টাকা হবে।

এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।