[x]
[x]
ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮

bangla news

সুনামগঞ্জে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ৬:৪২:১৪ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্যহীন ও মেয়াদের তারিখ না থাকায় সুনামগঞ্জে চার ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার  সহকারী পরিচালক (অ.দা.) মো. জাহাঙ্গীর আলম।

সহকারী পরিচালক (অ.দা.) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে তাহিতি রেস্টুরেন্টের মালিককে আটক হাজার টাকা ও রান্নাঘর রেস্টুরেন্টের মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ ও মূল্যহীন পণ্য রাখায় পল্লব স্টোরের মালিককে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় প্রীতি রেস্টুরেন্টের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা খালেক খান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এনামুল হক ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa