ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সব ডাকঘরে ইএমটিএস সার্ভিস চালু হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সব ডাকঘরে ইএমটিএস সার্ভিস চালু হবে

সংসদ ভবন থেকে: বর্তমানে দুই হাজার ৭৫০টি পোস্ট অফিসে ইএমটিএস (মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো) সেবা চালু  আছে। পর্যায়ক্রমে সব ডাকঘরে এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 
 

এছাড়া এজেন্টের মাধ্যমে ২৬ হাজার আউটলেট ইএমটিএস সার্ভিস চালু করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
  
মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, নিরাপদে দেশের ভেতরে একস্থান থেকে অন্যস্থানে টাকা পরিবহনের লক্ষ্যে ‘পোস্টাল ক্যাশ কার্ড’ নামে একটি সার্ভিস প্রবর্তন করা হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ১ হাজার ৩৭৪টি পোস্টাল ক্যাশকার্ড সার্ভিস পিওএস মেশিনের মাধ্যমে চালু আছে।
 
শিগগিরই মোবাইল ফোন রপ্তানি হবে

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।