ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মধ্যে নির্মাণ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মধ্যে নির্মাণ সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে অসহায় আট পরিবারকে গৃহ-নির্মাণ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে গৃহ-নির্মাণ সামগ্রী বিতরণ করেছে সোস্যাল করেসপন্ডেন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে আট পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য টিন ও খুঁটি বিতরণ করা হয়।

বিআইপির সহ-সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর সমাজ সেবার উপ-পরিচালক আইয়ুব আলী, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।