ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে অস্ত্র ও মাদক মামলায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ফরিদপুরে অস্ত্র ও মাদক মামলায় আটক ১

ফরিদপুর: ফরিদপুরে অস্ত্র ও মাদক মামলায় মো. তুষার চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা শহরের ২নং হাবেলী গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক মো. রইছ উদ্দিন বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুষার চৌধুরী একজন লম্পট, নারীলোভী ও মাদকাসক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নিজের ঔরসজাত মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ করেন তার স্ত্রী ও মেয়ে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই রাতেই তুষার চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ ব্যাপারে ভিকটিম নিজে বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।