ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া, দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
পাটুরিয়া, দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি

পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন । দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকলেও চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

মঙ্গলবার (নভেম্বর ১৪) দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হওয়ার অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে অপেক্ষমাণ কমফোর্ট লাইনের যাত্রীবাহী বাসের যাত্রী মফিজুল চৌধুরী জানান, সকাল সোয়া ১০ টার দিকে তাদের গাড়িটি পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসে লাইনে আটকা পড়ে। ফেরিতে উঠতে আরও প্রায় আধা ঘণ্টা সময় অপেক্ষা করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাকুরা পরিবহনের যাত্রী দিদার হোসেন নামে সরকারি এক কর্মকর্তা জানান, বাগেরহাটের উদ্দেশে তাদের গাড়িটি সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসে পৌঁছে। এরপর থেকে তিনি ফেরির অপেক্ষায় রয়েছেন। ফেরি পেতে আরও প্রায় আধা ঘণ্টার মতো অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা ট্রাফিক পুলিশের ইনচার্জ মুকতার হোসেন বাংলানিউজকে জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস ও ট্রাক মিলে তিন শতাধিক যানবাহন রয়েছে। তবে অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে মন্তব্য করেন তিনি। পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪ টি ফেরি চলাচল করছে। যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে ঘাট এলাকায় গাড়িগুলোর দীর্ঘ লাইন রয়েছে। যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারপার করার কারণে লাইনে পণ্যবাহী ট্রাকগুলোর পরিমাণ বেশি বলেও জানান তিনি।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপ কম। তবে ঘাট এলাকার টার্মিনালে আড়াই’শ এর মতো পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে বলে জানান তিনি। এছাড়া দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি ঘাট স্থান্তান্তর করার কাজ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।