ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় লরিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
কুষ্টিয়ায় লরিচাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় লরির নিচে চাপা পড়ে তামিম নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুরে একটি বেসরকারি এনজিওতে কর্মরত আলফাজ উদ্দিন তার স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাচ্ছিলেন।

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়েন তারা।

এসময় একই অভিমুখে যাওয়া একটি লরি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তারা অক্ষত থাকলেও চোখের সামনে এভাবে সন্তানের মৃত্যু দেখে দু’জনেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।