ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে বাসের ধাক্কায় শাহিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইল-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহিদা ভ্যানে করে লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

পথে মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে এলে ঢাকা থেকে লোহাগড়াগামী সাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানযাত্রী শাহিদা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে ওই বৃদ্ধাকে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বাসটি  জব্দ করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ