ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরেন্দ্র’র জার্নালিজম শিক্ষার্থীদের বাংলানিউজ পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বরেন্দ্র’র জার্নালিজম শিক্ষার্থীদের বাংলানিউজ পরিদর্শন বাংলানিউজের কনফারেন্স রুমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম অফিস পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের মিডিয়া হাউজে বাংলানিউজের অফিস পরিদর্শনে আসেন তারা। পরিদর্শন শেষে বাংলানিউজের কনফারেন্স রুমে তারা বাংলানিউজ কর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন।

এ সময় অনলাইন সাংবাদিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার, নিরন্তর পেশাদারিত্ব, তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ তাদের আকৃষ্ট করে।
 
বাংলানিউজের কনফারেন্স রুমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।                                          ছবি: জিএম মুজিবুর ওই বিভাগের প্রভাষক আমিনুল ইসলামের নেতৃত্বে ষষ্ঠ ও নবম সেমিস্টারের ২৫ জন শিক্ষার্থীর দলটি বাংলানিউজের রিপোর্টিং ও ফিচার বিভাগ, আইভিআর এবং নিউজরুমসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

পরে কনফারেন্স রুমে আলোচনায় শিক্ষার্থী ইফতেখার, কেয়া, স্বর্ণা, আইরিন, নাফিয়া, তনু প্রমুখের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল, চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন প্রমুখ।
 
বাংলানিউজের কনফারেন্স রুমে বক্তব্য দিচ্ছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম।  ছবি: জিএম মুজিবুর এ সময় কয়েকজন শিক্ষার্থী প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আলোচনায় অংশ নেন। আলোচনায় তাদের একাগ্রতা, অনুসন্ধিৎসু প্রশ্ন ও বিষয়ের ব্যাপ্তি বাংলানিউজ কর্মীদেরও মুগ্ধ করে।

শিক্ষার্থীরা বলেন, অনলাইন সাংবাদিকতা নিয়ে আমাদের যে ধারণা ছিল, বাংলানিউজ অফিস পরিদর্শনের মাধ্যমে তা আরো সমৃদ্ধ হলো। বাংলানিউজের রিপোর্ট ও ফটো কালেকশন, এডিটিং আর আপলোডসহ নিউজ অপারেশনের সার্বিক বিষয় চাক্ষুষ করে আমরা অনলাইন সাংবাদিকতা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করলাম।
 
বাংলানিউজের কনফারেন্স রুমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।  ছবি: জিএম মুজিবুর তারা আরো বলেন, বাংলানিউজ পরিদর্শনের বাস্তব অভিজ্ঞতা আমাদের তাত্ত্বিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। আমরা প্রায়োগিক জীবনে এই জ্ঞান কাজে লাগাতে চাই।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।