ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নবীনগরে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু মৃত ২ পরীক্ষার্থীর একজন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগরে পাগলা নদীতে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। 

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিরা আক্তার (১৩) ও শান্তা বেগম (১৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বেশ কয়েকজন পরীক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা থানা কান্দি গ্রাম থেকে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথে কৃষ্ণনগরের ব্রিজের কাছে একটি খুঁটিতে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ঘটনাস্থলেই মারা যায় ওই দুই পরীক্ষার্থী। এতে আহত হয় আরো অন্তত ১৫ জন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে পাঠায়।

এদিকে, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭/আপডেট: ১১৫৭  ঘণ্টা

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।