ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে স্কুল পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
চুনারুঘাটে স্কুল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানম।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আড়ংবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- হবিগঞ্জের জেলা প্রসাশক মনীষ চাকমা,  অতিরিক্ত জেলা প্রসাশক নুরুল ইসলাম, বিভাগীয় উপ পরিচালক (প্রাথমিক শিক্ষা) তাহমিনা খাতুন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ইউনিসেফ-এর সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরুজা, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান, আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু প্রমুখ।

এসময় বিভাগীয় কমিশনার আড়ংবিল স্কুলের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং নানা নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ