ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
রাজশাহীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকলা শিকারপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সাহাব উদ্দিন (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। 

সোমবার (২৩ অক্টোবর) সকালে অভিযান চালানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।  

আটক সাহাব পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার ঝাউবুনা গ্রামের আতাউর রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় দু্ইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাহাবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।  

র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।