ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বিভিন্ন মাদকসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
লালমনিরহাটে বিভিন্ন মাদকসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় পৃথক অভিযানে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ও গ‍াঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোগলহাট ও শহরের ডাইলপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবের কুটি এলাকার ইয়াকুব আলীর ছেলে মুসা মিয়া (৩০), পৌর শহরের ডাইলপট্টি এলাকার নাসির উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪১) ও একই শহরের জুম্মাপাড়া এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার মোগলহাট এলাকায় অভিযান চালিয়ে ১২১ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৫৭ পিস ইয়াবাসহ মাদক মুসাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুসার নামে তিনটি মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। এরমধ্যে একটিতে ওয়ারেন্টভুক্ত ও একটি মাদক মামলায় চার্জশিটভুক্ত আসামি।

আপর অভিযানে ফাঁড়ি পুলিশ ২০০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিন ও ফারুক হোসেনকে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad