ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে হাসপাতাল থেকে ২১শ’ পিস ইয়াবা জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
মাধবপুরে হাসপাতাল থেকে ২১শ’ পিস ইয়াবা জব্দ, আটক ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে একটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে দুই হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় হাসপাতালের কর্মচারিসহ তিন জনকে আটক করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- মাধবপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী দি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।

বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসাপাতালে অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতালের তৃতীয় তলা থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেম সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad