ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলানিউজের বেলালের চাচা মাহমুদের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বাংলানিউজের বেলালের চাচা মাহমুদের দাফন সম্পন্ন আল মাহমুদের নামাজে জানাজার একাংশ

বগুড়া: বাংলানিউজের বগুড়ার স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেনের ছোট চাচা ব্যবসায়ী আল মাহমুদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বাদজোহর মরহুমের গ্রাম বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুরে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


 
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত কথা বলেন জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, শিক্ষক নাজমুল হক, থানা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা সেমি অটোরাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাহমুদুল হাসান লিটন, মরহুমের ভাতিজা শেখ আবদুল্লাহ প্রমুখ।
 
জানাজায় ইমামতি করেন মরহুমের মেয়ের জামাতা কল্যাণি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক। দাফন শেষে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মানছুরুর রহমান।   
 
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামছায়াপুরে নিজের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আল মাহমুদ। মরহুম আব্দুল খালেকের ছেলে আল মাহমুদের বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ