ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপদ সড়ক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
নিরাপদ সড়ক দিবসে ময়মনসিংহে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে নিরাপদ সড়ক চাই গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আলহাজ ঢালী জুবায়ের ইবনে শামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোবেল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিশু সংগঠক সাংবাদিক ফকির এ মতিন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উপদেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।