ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগরিকরা সচেতন হলে গণতন্ত্র অর্থবহ হবে

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
নাগরিকরা সচেতন হলে গণতন্ত্র অর্থবহ হবে বক্তব্য রাখছেন সৈয়দ আবুল মকসুদ/ছবি: বাংলানিউজ

রংপুর: সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হলে, নাগরিকরা সচেতন হলে গণতন্ত্র অর্থবহ, উন্নয়ন টেকসই হবে বলে মন্তব্য করেছেন সুজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রংপুর টাউন হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

মহানগর সুজনের সভাপতি সাংবাদিক আফতাব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আফজাল, সুজন কেন্দ্রীয় সমম্বয়কারী দিলীপ সরকার, কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু।

 

পরে খন্দকার ফকরুল হাসানকে সভাপতি ও আরিফ হোসেন টিটুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।