ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ইবিতে ‘এফডিআরএফ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ইবিতে ‘এফডিআরএফ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ওয়াজিদুর রহমান সিথুন ও কানিজ ফাতেমা জ্যোতি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মারণব্যাধি নিরাময় ফাউন্ডেশন ‘ফ্যাটল ডিজেজ রিকোভারি ফাউন্ডেশন’ (এফডিআরএফ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রোববার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দরা।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ২৩ সদস্যের কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওয়াজিদুর রহমান সিথুন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা জ্যোতি।

জানা যায়, শনিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রে‍রিতে এফডিআরএফ’র সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মৌখিক ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মমিনুল ইসলাম রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দিতা দাস, কোষাধ্যক্ষ তুষার আল নূর, দপ্তর সম্পাদক সালেহ ফুয়াদ, প্রচার সম্পাদক সাদিয়া আফরিন খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, ‘গত বছর থেকে সংগঠনটি প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক-শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে তৎকালীন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের জন্য এফডিআরএফ তহবিল গঠনের আবেদন জানায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ২৩৫তম সিন্ডিকেট সভায় তহবিল পাশ হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।