ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ভুয়া ডিবি পুলিশ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আশুলিয়ায় ভুয়া ডিবি পুলিশ আটক

আশুলিয়া(ঢাকা): আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।

রোববার (২২ অক্টোবর) সকালে ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে আলমগীর হোসেন এই এলাকার কয়েকজন দোকানিকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলো।

এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। এসময় একটি ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে পুলিশ।

পরে জিজ্ঞাবাদে জানা যায়, ডিবি পুলিশের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করতো আটক আলমগীর হোসেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আটক আলমগীর হোসেন বগুড়ার সাড়িয়াকান্দা এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও আশুলিয়ার উত্তর গাজিরচটের হাজী আহমদ আলীর বাড়ির ভাড়াটিয়া।

তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।