ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এর নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখা।

এসময় বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক অনুতোষ কুমার, শিক্ষক আমান উল্লাহ, মিজানুর রহমান, আবু তাহের, মাসুদ ইসলাম, ইউনুস আলী, আব্দুর রশিদ, আতিকুজ্জামান।

এতে জেলার ৬ উপজেলার সরকারি কলেজের শিক্ষকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব-স্ব কলেজে সুর্নিদিষ্ট করে ১৬ নভেম্বরের মধ্যে সতন্ত্র বিধিমালা জারিসহ ৪ দফা দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।