ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি-ছবি-বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক ফরহাদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সড়ক বিভাগের নির্বহী প্রকৌশলী জিয়াউল হায়দার বক্তব্য দেন।

বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তারা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad