ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনা: টানা বৃষ্টির কারণে পাবনার চাটমোহরের গোয়াখোড়া স্টেশনের কাছে ২১ নম্বর সেতুর নিচের মাটি সরে যাওয়ায় দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগযোগ বন্ধ রয়েছে। 

রোববার (২২ অক্টোবর) সকাল থেকে রেল যোগোযোগ বন্ধ রয়েছে।
 
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুল হালিম খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, অতিবৃষ্টির কারণে ২১ নম্বর রেলব্রিজের নিচের মাটি সরে যাওয়ার কারণে রেল চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন পৌঁছেছে।  আশা করছি কাজ শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে।    

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।