ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের সব রুটে নৌযান চলাচল শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
দেশের সব রুটে নৌযান চলাচল শুরু দেশের সব রুটে নৌযান চলাচল শুরু

ঢাকা: আবহাওয়ার উন্নতি হওয়ায় দেশের সব রুটে নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২২ অক্টোবর) সকালে সবব নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত তুলে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ- এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভ্যন্তরীণ নৌ সতর্ক সংকেত উঠে যাওয়ায় দেশের সব রুটে নৌ চলাচল আবারো শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে শনিবার দেশের সব নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়। এরপর থেকে সব সব রুটে নৌ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ