ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় মাদক সেবনে বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
চুয়াডাঙ্গায় মাদক সেবনে বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। মারাত্মকভাবে জখম হওয়া তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে আলতাব,তার ভাই বরকত ও একই গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে রুবেল।

গ্রামবাসীরা জানায়, একই গ্রামের শাহেদ মন্ডলের ছেলে জনি ও হালিম মন্ডলের ছেলে ছনি দলবল নিয়ে গ্রামে মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে থাকে।

শনিবার সন্ধ্যায় জনি ও ছনি রাস্তার পাশে বসে নেশা করছিলো। এ সময় আলতাব তাদের মাদক সেবনে নিষেধ করলে তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে জনি ধারালো অস্ত্র নিয়ে আলতাবকে কোপাতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা বরকত ও রুবেল ঠেকাতে আসলে তাদেরকেও শরীরে কোপ দিয়ে পালিয়ে যায় সে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু হাসান ওয়াহেদ রানা জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।