ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বার্ন ইউনিটে সোনার মেয়ে সাদিয়া 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
বার্ন ইউনিটে সোনার মেয়ে সাদিয়া  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসএ গেমসে সোনা জয়ী সৈয়দা সাদিয়া সুলতানা দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। গত ১৫ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামের বাসায় রান্না ঘরে দগ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ১৬ অক্টোবর ঢাকায় আনা হয় তাকে। 

শনিবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানান।  

বাংলানিউজকে তিনি জানান, আগুনে সাদিয়ার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রূপা জিতেছিলেন সৈয়দা সাদিয়া। ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ গেমসের পর আড়ালে চলে যান সাদিয়া।  

অথচ সেই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। ওই বছর কমনওয়েলথ শুটিংয়েও দলগত ইভেন্টেও সাদিয়া সোনা জিতেছিলেন।

সাদিয়ার ভাই সৈয়দ সাজ্জাদ বাংলানিউজকে জানান, সম্প্রতি সাদিয়া বিয়ে করেছেন। রান্না করতে গিয়ে ১৫ অক্টোবর বিকেলে গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে যায়। তখনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

লেখাপড়া ও অন্যান্য কিছু কারণে খেলা থেকে সাদিয়া দূরে ছিলেন বলে জানিয়েছেন তার ভাই।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।