ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে নার্সিং পেশায় আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে নার্সিং পেশায় আসতে হবে

সিরাজগঞ্জ: নার্সিং একটি মহৎ পেশা। সেবার জন্য জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে এ পেশায় আসতে হবে। মনে রাখতে হবে সেবাই পরম ধর্ম। একজন অসুস্থ রোগীকে নিজের আত্মীয়ের মত করে সেবা দিয়ে সুস্থ করে তুলতে হবে।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলজের বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সিরোমনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ সালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলেজের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলী আহসান, ডা. রবিউল ইসলাম, ডা. আব্দুল মান্নান ও ইমরুল হাসান প্রমুখ।  

অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয় এবং পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad