ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় টর্নেডোতে বিধ্বস্ত অর্ধ শতাধিক ঘরবাড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
পাথরঘাটায় টর্নেডোতে বিধ্বস্ত অর্ধ শতাধিক ঘরবাড়ি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হঠাৎ টর্নেডোতে পাথরঘাটার কালিবাড়ি ও কিরনপুর গ্রামে ৪০টি বসতঘর ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো চার শতাধিক ঘরবাড়ি। এসময় গাছের নিচে চাপা পড়ে রেনু (৪৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।


শনিবার (২১ অক্টোবর) ভোর রাতে পাথরঘাটার কালিবাড়ি ও কিরনপুর গ্রামে টর্নেডো আঘাত হানে।

উপজেলার পাথরঘাটা সদর, কাঁঠালতলী, নাচনাপাড়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে এক স্থান থেকে অন্য স্থানে। পাথরঘাটা উপজেলার অর্ধশতাধিক বসতবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরো চার শতাধিক ঘরবাড়ি। ভেঙে গেছে অসংখ্য গাছ পালা। জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরের বসতবাড়িতে পানি ঢুকে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও মুরগির খামার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।