ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জ নৌবন্দরে ২নম্বর সতর্কতা সংকেত, নৌযান চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আশুগঞ্জ নৌবন্দরে ২নম্বর সতর্কতা সংকেত, নৌযান চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে বৈরী আবহাওয়ার কারণে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে সব প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

এদিকে, অভ্যন্তরীণ রুটে সব প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়ায় আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।

টানা বৃষ্টিপাতের কারণে জাহাজ থেকে পণ্য উঠা-নামাও বন্ধ রয়েছে।  

আশুগঞ্জ নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নদী বন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।