ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
সৈয়দপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চার হাজার ৩৪৫ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এসব দেয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক প্রমুখ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মণ্ডল বলেন, এ বছর বন্যায় সৈয়দপুর উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হলো।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনা বেগম।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।