ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩৬ ঘণ্টা পর নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
৩৬ ঘণ্টা পর নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনা: ৩৬ ঘণ্টা পর রূপসা উপজেলার আইজঘাতি ইউনিয়নের সেনহাটি বাজার সংলগ্ন ভৈরব নদের ফেরি ঘাট এলাকা থেকে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে ওই ফেরি ঘাটের পন্টুনের পাশ থেকে উদ্ধার করা হয়।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পরে বেলা ১২টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্ত করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রূপসা নদী পার হতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন খালিদ। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

তারপর ওইদিন রাত ও শুক্রবার (২০ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালালেও কোনো সন্ধান পায়নি।

জানা যায়, শরীয়তপুর জেলার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান তার ছোট ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা রূপসা নদী পার হওয়ার সময় একটি ট্রলার পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছালে ঘাটে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় খালিদ। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
 
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।