ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কমলনগরে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
কমলনগরে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার (২১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়সল আহমেদ রতন বাংলানিউজকে বলেন, ভোর রাতে যখন বিদ্যুৎ ছিলো না, বৃষ্টি হচ্ছিলো ঠিক তখনই বাজারে আগুন লাগে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ও রামগতির ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তেই মালামালসহ ছয়টি দোকানঘর পড়ে ছাই যায়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।