ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
বেনাপোলে পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পু‌লিশ।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বেনাপোল সীমান্তের দিঘিরপাড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জসিম সরদার (২৫) ও খুলনার ফুলতলা উপজেলার জিগ্নিপাশা গ্রামের সালামের ছেলে মাসুম রেজা (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জান‌তে পারে সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোলের দিঘিরপাড় থেকে দুই সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

আটকদের মধ্যে মাসুম রেজা ফুলতলার সাবেক চেয়ারম্যান বাবলু হত্যা মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।