ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ সাহিত্য উৎসবে ৪ গুণী পুরস্কৃত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
ময়মনসিংহ সাহিত্য উৎসবে ৪ গুণী পুরস্কৃত গুণীদের পুরস্কার দেওয়া হচ্ছে-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: কাব্য কথা সাহিত্য পরিষদ ময়মনসিংহ বিভাগের আয়োজনে সাহিত্য উৎসবে ৪ গুণীকে পুরস্কৃত করা হয়েছে। 

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মুসলিম ইনস্টিটিউটে তাদের পুরস্কার প্রদান করা হয়।  

পুরস্কৃতরা হলেন-কবি কাজী রোজী, উপন্যাসিক মাহমুদ বাবু, গল্পকার মঞ্জরুল আলম ও কবি আসমা জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।  

সংগঠনের বিভাগীয় আহ্বায়ক সুমি সরকারের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন কবি কাজী রোজী এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ফরিদ আহমেদ দুলাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ও বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী।  

স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দীন শেখ, ছড়াশিল্পী ইউসুফ রেজা, কবি আতিয়ার রহমান, কবি সৈয়দ রোকন, কবি সৈয়দ আহমদ আলী আজিজ, কবি সাবেদ আল সাদ, ছড়াকার এম আর মঞ্জু, শওকত হোসেন লিটু, কবি শাহজাহান আলী, কবি মোহাম্মদ মাসুম শেখ ও কবি ফরহাদ রউফ।  

শুভেচ্ছা স্মারক গ্রহণ করে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয় নিয়ে জাতীয় সাহিত্য সংগঠন কাব্য কথা সাহিত্য পরিষদ এগিয়ে যাচ্ছে।  

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৭ জন কবিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।