ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ধামরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

ধামরাই, ঢাকা: ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮৯ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদ সদস্য হাজী মাহতাব আলম ও খাইরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, ভাড়ারিয়া ইউনিয়নের সভাপতি মানসুর রহমান, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য শিকদার, ধামরাই সরকারি কলেজ ছত্রলীগ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, সাইদুর ইসলাম পিয়াস, আলামিন হোসেন উজ্জল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।