ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিভাগীয় কমিশনার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সিভিল সার্জন ডাক্তার নিশীত নন্দী মজুমদারসহ জেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার প্রজাতন্ত্রের কর্মচারিদের সততা ও নিষ্ঠার সাথে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।