ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের রেজু আমতলি এলাকা থেকে নুর আহম্মদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মিয়ানমার সীমান্তের ৪২নং পিলার এলাকা দিয়ে মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে রোহিঙ্গারা। পরে মরদেহটি কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

নিহত নুর আহম্মদ আরাকানের ন্যান্সি এলাকার হাতিপাড়া এলাকার নবী হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, বুধবার সকালে মিয়ানমারের সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় রোহিঙ্গারা সীমান্তের ৪২নং পিলারের পার্শ্ববর্তী হাতিপাড়া এলাকা দিয়ে মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য বাবুল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ওই যুবকের মরদেহটি রেজু আমতলি সীমান্ত দিয়ে নিয়ে আসার পর কুতুপালংয়ে নিয়ে যায় রোহিঙ্গারা।  

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad