ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ছাত্রলীগ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সিলেটে ছাত্রলীগ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটে ওমর আলী মিয়াদ হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিহতের বাবা আকুল মিয়া বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে রায়হান চৌধুরী গ্রুপের সদস্য তোফায়লকে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামোল্লেখ করা হয়েছে।



শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমর আলী মিয়াদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ভোরে ঢাকা শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েলকে গ্রেফতার করে পুলিশ।  

এর আগে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় নগরীর টিলাগড়ে ছাত্রলীগের রায়হান চৌধুরী গ্রুপের সদস্য তোফায়ল ও হিরণ মাহমুদ নিপু গ্রুপের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন। আহত হন উভয় গ্রুপের কয়েকজন।

নিহত মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। মিয়াদ লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।