ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলছিটিতে বখাটের শাস্তির দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নলছিটিতে বখাটের শাস্তির দাবি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: কলেজ ছাত্রী অপহরণকরী, ইভটিজার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলায়  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকালে নলছিটি ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরে নলছিটি ডিগ্রি কলেজের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম নলছিটি উপজেলা শহীদ মিনারে প্রতিবাদ সভা করে।

সভায় জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর পরীক্ষা দিতে যাওয়ার পথে বখাটে রাসেল মোল্লা ও তার সহযোগীরা নলছিটি ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন রাসেলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।  

রাসেল মোল্লা সন্ত্রাস, ইভটিজিং, মাদকসেবনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।  

একই সঙ্গে তারা বখাটে রাসেল মোল্লার সহযোগীদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএস/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad