ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না'গঞ্জে আ’লীগ অফিসে বোমা হামলা মামলার সাক্ষ্য পেছালো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
না'গঞ্জে আ’লীগ অফিসে বোমা হামলা মামলার সাক্ষ্য পেছালো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহতের মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ অতিরিক্ত প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, বুধবার সাক্ষ্য গ্রহণের দিন সাক্ষী উপস্থিত না থাকায় ১৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মামলার অগ্রগতি সম্পর্কে ওয়াজেদ আলী খোকন বলেন, ‘রাষ্ট্রপক্ষে ৫৬ জন সাক্ষীর মধ্যে শুধু ১ জন, মামলার বাদী খোকন সাহা সাক্ষ্য দিয়েছেন। তবে এখনও পর্যন্ত অন্যান্য সাক্ষীরা উপস্থিত না হওয়ায় মামলার কার্যক্রম আগের অবস্থায় রয়েছে। মামলা ৫৬ জন সাক্ষীকে বুধবার আদালত চূড়ান্ত সমন জারি করেছেন।

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহতের ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে দুটি মামলা হয়। কয়েক দফা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন শেষে দুটি মামলায় ২০১৩ সালের ২ মে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাত উল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছেন ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লি কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।