ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
হোসেনপুরে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হোসেনপুরে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সাগরদিঘীতে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ।

৩নং গোবিন্দপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন।


 
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, এলজিডির উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, জিনারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতায় ৩০ জন অংশ নেন। প্রতিযোগিতায় ছয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন ও বাইসাইকেল এবং মোবাইল সেট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।