ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণমাধ্যম কর্মী আইনের খসড়া প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
গণমাধ্যম কর্মী আইনের খসড়া প্রকাশ

ঢাকা: গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০১৭ এর খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার (১৭ অক্টোবর) এই খসড়া প্রকাশ করে মতামত চাওয়া হয়েছে।

খসড়ায় গণমাধ্যম কর্মীদের কাজের সময়সীমা, ছুটি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করে আগামী ২৫ অক্টোবরের মধ্যে মতামত চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
  
এতে বলা হয়েছে, সপ্তাহে কর্মস্থলে ৪৮ ঘণ্টা কাজ করবেন।

অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
 
এছাড়া বছরে ১০দিন নৈমিত্তিক ছুটি, ১১দিনে এক দিন অর্জিত ছুটি ভোগ করতে পারবেন।
 
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন পারভীন বরাবর খসড়াটির ওপর মতামত পাঠানো যাবে। টেলিফোন: ৯৫৪০৪৬২; ই-মেইল: [email protected].
 
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।