ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালন মানবতার প্রতীক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
লালন মানবতার প্রতীক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যদি ১৬ কোটি মানুষকে খাবার দিতে পারি তাহলে ১০ লাখ রোহিঙ্গাকেও খেতে দিতে পারবো। এটাই তো মানবতা। যা শতবর্ষ আগে লালন শাহ বলে গেছেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়িতে আয়োজিত তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।


 
এসময় মন্ত্রী বলেন, লালন এমন একজন ব্যক্তি, যিনি মানুষের মধ্যে জাত-পাতের বিভেদ করেননি। আমি নিজে একজন লালন ভক্ত। লালন মানবতার প্রতীক।  
 
কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন ও জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম রতন।
 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক ড. আবুল আহসান চৌধুরী। আলোচনা সভা শেষে লালনের গানে মুখরিত হয়ে উঠে লালন মঞ্চ।  

এর আগে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যাওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ হলেও সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ হয়নি এখনো। মিয়ানমার সরকারের পক্ষ থেকে কনফার্মেশন লেটার এখনো আসেনি। তবে আজকালের মধ্যেই হয়তো কনফার্মেশন লেটার পেয়ে যাবো। আমি অবশ্যই মিয়ানমার সরকারকে অনুরোধ করবো যেন তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়।  

বাংলাদেশে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদি সন্ত্রাসীগোষ্ঠী আশ্রয় নিয়েছে মিয়ানমার সরকারের এমন বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসীর আশ্রয়ের বিষয়ে আমাদের সরকার জিরো টলারেন্স দেখাবে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ কাউকে দেয়া হবে না।  
 
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad