ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রনি সাহা (২৮) নামে এক ইয়াবা বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

রনি সাহা পিরোজপুর পৌর শহরের রাজারহাট এলাকার মৃত গৌরঙ্গ লাল সাহার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ এপ্রিল পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে ১১৯ পিস ইয়াবাসহ রনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাবের সেই সময়ের ডিএডি ঈসমাইল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ওই বছরের ১ মে পুলিশ রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার বিচারক রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।