ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুরাছড়ি জোনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
জুরাছড়ি জোনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি জোনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক।

এসময় ডিজিএফআই কর্নেল মো. রাশেদ ইকবাল, জুরাছড়ি জোন কমান্ডার মো. কেএম ওবায়দুল হক, মেজর মো. মাহমুদুল হাসান, মেজর মো. সরকার মাহবুব মোর্শেদ, মেজর মো, সম্রাট তানভীর, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

জোনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ নৌকাবাইচে ১৩টি দল অংশ নেয়। এতে উপজেলার রাজমণি পাড়া বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিতিরা।

এর আগে দুপরে জোনে অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad