ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
চাঁদপুরে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অপরাধে আবু সুফিয়ান (৩৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত আবু সুফিয়ান শহরের বকুলতলা রোডের মোহাম্মদ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৮ সালের ২০ জুন সকাল ৬টার দিকে সুফিয়ান এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারী চিৎকার করলে সুফিয়ান পালিয়ে যান। পরদিন ওই নারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় সুফিয়ানকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাটি তদন্ত শেষে ২০০৮ সালের ১১ আগস্ট আদালাতে চার্জশিট দাখিল করেন। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকরী পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন ভূঁইয়া। আসামি পক্ষে ছিলেন ইকবাল-বিন-বাশার, সেলিম আকবর, জোম্মান ও ইয়াছিন ইকরাম।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।