ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আমরা কেন পিছিয়ে থাকবো’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
‘আমরা কেন পিছিয়ে থাকবো’  অনুষ্ঠানে সালমা ওসমান লিপি-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মানুষ এখন সবদিক থেকে এগিয়ে গেছে। নারায়ণগঞ্জ এখন বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক দিক থেকে ভিন্ন মাত্রায় রয়েছে। তবে আমরা শিক্ষাক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি এসব কথা বলেন।  

তিনি বলেন, আমাদের জ্ঞান, প্রজ্ঞা দিয়ে সব অন্যায় প্রতিহত করতে হবে।

তাহলেই আর আমরা বিভ্রান্ত হবো না। লেখাপড়ায় মনযোগ দিতে হবে। কারণ শিক্ষাই পারে একটি জাতিকে উন্নয়নের পথে অগ্রসর করতে।  

এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী, জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন বেগম, মহানগর মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।