ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালন স্মরণোৎসবে সাধুদের ফ্রি চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
লালন স্মরণোৎসবে সাধুদের ফ্রি চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালন আখড়াবাড়ি থেকে: কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন স্মরণোৎসবে সাধু-ভক্ত-দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

সোমবার (১৬ অক্টোবর) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এ চিকিৎসা সেবা চলবে লালন মেলার শেষ অবদি।

লালন মেলার প্রধান গেটে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এ ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ক্যাম্পে চিকিৎসা সেবা দিচ্ছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সহকারী মেহেদী হাসান, ফার্মাসিস্ট আব্দুল ওহাব ও সহায়ক সাইদুল আলী।

এছাড়াও তাদের সহযোগিতা করছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিভিন্ন এনজিও সংস্থা।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সহকারী মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, সোমবার (১৬ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা অবদি আমরা এ ক্যাম্প থেকে প্রায় ৬০০-৭০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেল ৩টায় চিকিৎসা সেবা নিতে আসা সাফায়েত বাংলানিউজকে বলেন, আমি পড়ে গিয়ে মাথা কেটে গেছে এবং পায়ে কিছুটা আঘাত পেয়েছি। এ ক্যাম্প থেকে আমি বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছি।

বিনামূল্যে সাধুদের এ চিকিৎসা সেবা দেয়াকে সাধুবাদ জানিয়েছেন সাধুভক্তরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।